AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গুড়ায় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত


Ekushey Sangbad
ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা
০৯:০৪ পিএম, ২২ নভেম্বর, ২০২৩
ভাঙ্গুড়ায় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত

“খেলাধুলাকে হ্যা বলি মাদককে না বলি” স্লোগানে পাবনার ভাঙ্গুড়ায় ঝবঝবিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের হাড্ডাহাড্ডি ফাইনালে টাইব্রেকারে মনস্টার ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয় এস. আর ফুটবল একাদশ।

আয়োজক সূত্রে জানা গেছে, মাসব্যাপী এ খেলায় সর্বমোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ১৫ ম্যাচে পয়েন্টের খেলায় শীর্ষ সেমিফাইনালে আসে চারটি দল। সেমিফাইনাল শেষে ফাইনাল নিশ্চিত করে এস. আর ফুটবল একাদশ ও মনস্টার ফুটবল একাদশ।

বুধবার বিকেলে ফাইনাল খেলায় ১-১ গোলের সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে

২-০ গোলে মনস্টার ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয় এস. আর ফুটবল একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

স্থানীয়রা জানান, এলাকায় খেলোয়াড়দের নিয়ে প্রতিবছর এই আয়োজন করা প্রয়োজন। তরুণ ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। গ্রামের মানুষের কাছে ফুটবল এখনো সবচেয়ে জনপ্রিয় খেলা। তারা আমাদের খেলা বেশ উপভোগ করেছেন। খেলা চলাকালে দর্শনার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!