সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে সব শিক্ষা প্রতিস্টানের জন্য আসতে শুরু করেছে নতুন বই,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায় মোরেলগঞ্জের ১৩০ টি শিক্ষা প্রতিস্টানে নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দিতে মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষা কার্যক্রমের ৬শ্ঠ থেকে ৯ম শ্রেনীর ৬ টি বিষয়ের এবং মাদ্রাসার শিক্ষার্থীদের ১ম,৪র্থ,৫ম,৬শ্ঠ শ্রেনীর বই তুলে দেয়া হবে,২০২৪ সালের ১লা জানুয়ারি বিনামূল্যে সরকারের পক্ষ থেকে এসব বই বিতরন করা হবে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ জানান, ইতিমধ্যে নতুন বই তৈরি সম্পন্ন হয়েছে,পর্যায়ক্রমে বই আসতে শুরু করেছে,প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোর পক্ষ থেকে বই সংগ্রহ করা হচ্ছে,তবে ১৩০ শিক্ষা প্রতিস্টানের চাহিদা মোতাবেক বই এখনো মোরেলগঞ্জে আসে নি,উপজেলা শিক্ষা কার্যালয় থেকে একমাস আগেই সব বিদ্যালয়ে বই পৌছানো শুরু হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান নতুন বছরের প্রথম দিন এই বই উৎসবের উদ্বোধন করবেন। নতুন বই হাতে নিয়ে শিক্ষার্থীরা হাসিমুখে বাড়ি ফিরবে সেদিন,এদিকে দেখা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা দূর-দূরান্ত থেকে ভ্যান,ইজিবাইকে করে প্রতিস্ঠানে বই নিয়ে যাচ্ছেন। মোরেলগঞ্জ উপজেলায় ইবতেদায়ী,মাদ্রাসা,মাধ্যমিক মিলিয়ে মোট ১৩২ টি মাধ্যমিক শিক্ষা প্রতিস্টান রয়েছে,শিক্ষার্থীর সংখ্যা ৩৫ হাজারের মত,মোরেলগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়,স্কুল এ্যান্ড কলেজ,দাখিল মিলিয়ে এ বছর মোট বইয়ের চাহিদা রয়েছে ৪৩ লাখের মত।
ইউএনও বলছেন বছরের শুরুতে নতুন বই বিতরন শিক্ষা খাতে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বড় সাফল্য
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান আরও বলেন একজন শিক্ষার্থীর জন্য অর্থবহ উপহার হলো বই,বিশ্বের কোন দেশে বিনামূল্যে শতভাগ বই বিতরন হয় না,একমাত্র বাংলাদেশেই মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য বছরের শুরুতে নতুন বই তুলে দেন,সরকার হাজার হাজার কোটি টাকার বই বিনামূল্যে দিচ্ছে শিক্ষার্থীদের যা কিনা বিশ্বের আর কোনো দেশে নেই। শিক্ষার মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহতী উদ্যোগ স্মার্ট বাংলাদেশ,উদ্বাবনী
আধুনিক শিক্ষা,রুপকল্প ২০৪১ বাস্তবায়নের একটি অংশ,মোরেলগঞ্জে নতুন বই আসতে শুরু করেছে,উপজেলা শিক্ষা অফিস থেকে বইগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বুঝিয়ে দেয়া হচ্ছে,সরকারি,বেসরকারি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা বছরের প্রথম দিন বিনামূল্যে এসব বই পাবে।
একুশে সংবাদ/না.স
আপনার মতামত লিখুন :