হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামের তাসলিমা বেগম (২৬) নামে এক মহিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামের নিজের বসত ঘরের পিছনের একটি রুম থেকে মরদেটি উদ্ধার করা হয়।
তাসলিমা বেগম হালিতলা গ্রামের রউসন মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধু তাসলিমা বেগ সাত মাস আগে স্বামীর বাড়ি থেকে এসে পিতার বাড়িতে বসবাস করেন। শনিবার সন্ধ্যায় পিতার বাড়িতে নিজ বসত ঘরের পিছনের রুমে তার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করেন তার নিকট আত্মীয়। স্থানীয় লোকজন এসে ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে চিকিৎসক নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন।
ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় নবীগঞ্জ থানার এসআই শুভ দে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
একুশে সংবাদ/সা.আ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :