AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে বিকাশ এজেন্টের চোখে বালু দিয়ে ছিনিয়ে নিল টাকা


কোটচাঁদপুরে বিকাশ এজেন্টের চোখে বালু দিয়ে ছিনিয়ে নিল টাকা

কোটচাঁদপুরে বিকাশ এজেন্টের চোখে ধূলা দিয়ে ৩ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দূবৃত্তরা। শনিবার (২৫ নভেম্বর) রাত ৯ টার দিকে কোটচাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন মেহগনি বাগানে এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী আব্বাস উদ্দিন (২৮) বলেন, আমি দীর্ঘ ১০/১২ বছর ধরে বিকাশের ব্যবসা করে আসছি। প্রতিদিনের মত শনিবার রাত ৯ টার দিকে সাইকেল যোগে বাড়ি ফিরছিলাম। এ সময় আমার সঙ্গে থাকা ব্যাগে ছিল ব্যবসার ৩ লাখ ৮০ হাজার টাকা আর মোবাইল ফোন। পথমধ্যে আমার বাড়ি থেকে ২০/৩০ হাত দূরে কয়েক জন আমার গতিরোধ করে। এরপর কিছু বুঝে উঠার আগেই পাশে থাকা বালুর গর্ত থেকে বালু নিয়ে আমার চোখে মুখে দিয়ে দেন। মুখ চেপে ধরেন, হাত দিয়ে। ছিনিয়ে নেয়ার চেষ্ঠা করেন টাকার ব্যাগটি। আমি দিতে না চাইল ওই সময় তারা তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আমার হাতের কয়েক জায়গায় আঘাত করে। পরে আমি ব্যাগ ছেড়ে দিলে তারা ব্যাগটি নিয়ে আমাকে ফেলে রেখে পালিয়ে যান।

এরপর আব্বাসের চিৎকারে তাঁর স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। উদ্ধার করে নিয়ে যান কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে। বর্তমানে সে বাড়িতে আছেন।

আব্বাস উদ্দিন কোটচাঁদপুর সরকারি কলেজ পাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। এ ব্যাপারে তিনি কোটচাঁদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) সৈয়দ আল- মামুন বলেন,ওই ঘটনার থানায় একটা অভিযোগ হয়েছে। তবে এমন ঘটনা ঘটার কথা না। বিষয়টি থানার সেকেন্ড অফিসার তদন্ত করছেন। তদন্তে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

একুশে সংবাদ/স.ক.প্র/জাহা

Link copied!