কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো হাইব্রীড জাতের ধানবীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে সোমবার (২৭ নভেম্বর) কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা যায়, চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের ৩ হাজার ৯শত ২০ জন কৃষকের মাঝে প্রতি জনকে ২ কেজি করে বোরো হাইব্রিড ধানবীজ বিতরণ করা হবে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ্ মোঃ আপেল মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, মাঠ পর্যায়ের কৃষক ও কৃষি কর্মকর্তাগণ।
একুশে সংবাদ/ম.আ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :