AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহজাদপুরে প্রতারণা মামলায় আপন ভাই ও বোনের কারাদণ্ড


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:০৪ পিএম, ২৮ নভেম্বর, ২০২৩
শাহজাদপুরে প্রতারণা মামলায় আপন ভাই ও বোনের কারাদণ্ড

সিরাজগঞ্জ শাহজাদপুরে চাচাতো বোনের দায়ের করা প্রতারণার মামলায় আপন ভাই-বোনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে শাহজাদপুর উপজেলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত মজিবরের মেয়ে মোছাঃ খেলনা খাতুন ও ছেলে আতাউর রহমান।

আদালতের পেশকার আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা আপিল দায়ের স্বাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার বাদি রোজিনা খাতুনের ছেলে রেজাউল চৌধুরীকে সৌদি আরব পাঠানোর কথা বলে তার চাচাতো ভাই ও বোন তিন লক্ষ ষাট হাজার টাকা নেয়। কিন্তু বাদির ছেলেকে বিদেশে না পাঠাইয়া সম্পূর্ণ টাকা আত্মসাত করে। এবং বাদি তাদের কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন টালবাহানা করতে থাকে। এ ঘটনায় বাদি রোজিনা খাতুন গত বছর ২২ জুন ২০২২ সালে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আমলী আদালতে তাদের দুইজনকে আসামী করে টাকা আত্মসাতের ঘটনায় প্রতারণার মামলা দায়ের করে।

মামলার বাদির আইনজীবি এ্যাডঃ মতিয়ার রহমান জানান, প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাদির চাচাতো ভাই ও বোনকে এক বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ড প্রদান করেন মহামান্য আদালত।

অপরদিকে, আসামি পক্ষের আইনজীবী মোঃ মোস্তাফিজুর রহমান সবুজ বলেন আসামীরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।


একুশে সংবাদ/হ.শ.প্র/জাহা

Link copied!