সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অগ্নি-নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর ) সকাল ১১টায় পুলিশ সদস্যদের সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সরাইল থানা মাঠ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন সরাইল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সুবল চন্দ্র দেবনাথ।
আয়োজিত মহড়ায় সরাইল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আ.স.ম আতিকুর রহমানের নেতৃত্বে বিভিন্ন পদবীর পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যসহ প্রায় ২৫ জন অংশগ্রহণ করে।
অনুশীলন মহড়ায় সবাইকে অগ্নি দুর্ঘটনায় করণীয় কি এবং সচেতনতামূলক ব্রিফ প্রদান করা হয়। পরিশেষে কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই উক্ত অনুশীলন মহড়া সম্পন্ন হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :