আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৯ পিরোজপর-৩ আসনে মঠবাড়িয়ায় নৌকার মাঝি মো. আশরাফুর রহমান মনোনয়নপত্র দাখির করেছেন।
আজ বুধবার দুপুরে দলীয় নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবদুল কাইয়ূমের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন। মো. আশরাফুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৯ পিরোজপুর—৩ আসন মঠবাড়িয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আলতাফ হোসেন আফজাল, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া আকন, আশরাফুর রহমানের পিতা বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মাতুব্বর, ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, আ’লীগ নেতা মিজানুর রহমান মিলন, হারুন অর রশীদ, রিপন মাতুব্বর প্রমুখ।
আশরাফুর রহমান ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান ও বর্তমান পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য। তৃণমূলে এ তরুণ রাজনৈতিকের বেশ গ্রহণ যোগ্যতা তৈরী হওয়ায় এবার আওয়ামী লীগ তাকে মনোনয়ন দেয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :