চট্টগ্রাম কর্ণফুলীতে আইএফআইসি ব্যাংক আনোয়ারা শাখার উদ্যোগে `আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ` এই স্লোগানে আর্থিক সাক্ষরতা কর্মসূচির মাধ্যমে নারীদের মাঝে ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সকল শ্রেনীর মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার লক্ষে নারীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে আবদুল জলিল চৌধুরী কলেজ সভা কক্ষে আইএফআইসি ব্যাংক আনোয়ারা শাখার ব্যবস্থাপক ছৈয়দ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবদুল জলিল চৌধুরী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, শিক্ষিকা নাজমা বেগম, আনোয়ারা শাখার লোন পারফরম্যান্স অফিসার নাসরিন সুলতানা নিশাত প্রমুখ।
এ সময় বক্তারা আর্থিকখাতে নারীদের অন্তভূক্তি প্রয়োজনীয়তা গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন আনোয়ারা শাখার মার্কেটিং অফিসার এমদাদুল হক। পরে উপস্থিত নারীদের আইএফআইসি ব্যাংক আনোয়ারা শাখার পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
একুশে সংবাদ/স.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :