“প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (০৩ ডিসেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীতে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও ট্রাই সাইকেল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান প্রমুখ। পরে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :