কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের’ জেরে প্রতিপক্ষের গুলিতে ইমাম হোসেন (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত ইমাম হোসেন উখিয়া উপজেলার কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা জি-১২ ব্লকের মনি উল্লাহর ছেলে।
তিনি বলেন, উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকে অজ্ঞাত একদল দুষ্কৃতকারী ইমাম হোসেনকে সরাসরি গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। পরে ক্যাম্প সংলগ্ন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি শামীম বলেন, ‘কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে খুনের ঘটনাটি ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে।’
তারপরও ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :