গাইবান্ধায় অবৈধ উপায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দেয়া এবং এই ঘটনার সাথে জড়িত থাকায় ৩৫ জনকে গ্রেফতার করেছে র্যাব- ১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (৮ ডিসেম্বর) পরীক্ষা চলাকালীন সময়ে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাব। এসময় বেশ কিছু মোবাইল, ইলেকট্রনিক ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার এএসপি মোস্তাফিজুর রহমমান বলেন, প্রাইমারি নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইলের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেয়ার সময় র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা ত বিভিন্ন কৌশলে ৩৫ জনকে গ্রেফতার করে।
এ বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলন করে একথা জানানো হয়। এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি আরো জানান। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :