লালমনিরহাটের আদিতমারীতে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস-২০২৩ পালিত হয়েছে।
শনিবার(৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে আদিতমারী গিরিজা শংকর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জাতীয় পতাকা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি.আর. সারোয়ার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, আদিতমারী বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা এআরএম হাবিবুর রহমান, জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সরকারী আদিতমারী গিরিজা শংকর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠান প্রধান শওকাত আরা সিদ্দিকা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ আলম সুমন প্রমূখ।
পরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সরকারী আদিতমারী গিরিজা শংকর উচ্চ বিদ্যালয় ও কলেজ সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে দূর্নীতি বিরোধী সংগীত পরিবেশন করা হয়।
আপনার মতামত লিখুন :