AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুর পথ শিশু, প্রতিবন্ধী ও ভবঘুরে মানুষের মাঝে খাবার বিতরণ


Ekushey Sangbad
কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি, ঝিনাইদহ
০৬:১৭ পিএম, ১০ ডিসেম্বর, ২০২৩
কোটচাঁদপুর পথ শিশু, প্রতিবন্ধী ও ভবঘুরে মানুষের মাঝে খাবার বিতরণ

পথ শিশু, পাগল, প্রতিবন্ধী ও ভবঘুরে মানুষদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেছেন, কোটচাঁদপুর মানবাধিকার সংস্থা। রবিবার (১০-১২-২৩) ডিসেম্বর এ খাবার বিতরণ করেন সংস্থাটি।

এ সময় উপস্থিত ছিলেন,মানবাধিকার মনিটরিং অগর্নাইজেশন কোটচাঁদপুর শাখার সভাপতি সাংবাদিক রেজাউল করিম, সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফুল আলম মালিথা, সাংবাদিক সুব্রত কুমার, সহ সভাপতি সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সহ সাধারন সম্পাদক  সাংবাদিক আবু সাইদ শওকত, অর্থ সম্পাদক সাংবাদিক মইন খান, 

দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ বাশার,  প্রচার সম্পাদক মোঃ আবুল বাশারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।  অভুক্ত অসহায় মানুষগুলো ও শিশুরা দুপুরের গরম খাবার পেয়ে আনন্দ প্রকাশ করেন। তারা জানান, আমাদের প্রায়ই মানবাধিকারের ভায়েরা খাবার দিয়ে থাকেন।  

এ বিষয়ে সংস্থার সভাপতি রেজাউল করিম বলেন, কোটচাঁদপুরে আমাদের নিজস্ব কার্যালয় রয়েছে। আমাদের শতাধিক সদস্য আছেন।  আমরা রক্তদান, বৃক্ষরোপণ, মানবিক সহায়তা, বাল্য বিবাহ রোধ, গরীব ও মেধাবী  শিক্ষার্থীদের সহযোগিতা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও সমাজে নির্যাতিত নারীদের আইনী সহায়তাসহ বহুবিদ সামাজিক ও মানবিক কার্যক্রম করে থাকি। 

এরই অংশ হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে অসহায়দের মাঝে এক বেলা খাবারের ব্যবস্থা করা।  উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতা এবং সদস্যদের নিজস্ব অর্থায়নে আমাদের কার্যক্রম গুলো হয়ে থাকে। সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য মানবিক কাজে  সবাইকে এগিয়ে আসার আহবান জানান সংগঠনের সভাপতি। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!