AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁওয়ে কাঁচামাল আড়ত পেয়াঁজ শূন্য


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০৪:০৩ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৩
ঠাকুরগাঁওয়ে কাঁচামাল আড়ত পেয়াঁজ শূন্য

মো:সোহেল রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি : সারা দেশে এখন পেঁয়াজের বাজারে অস্থিরতা চলমান। খুচরা বাজারের পাশাপাশি এমন অবস্থা ঠাকুরগাঁওয়ের কাঁচামাল আড়তেও। পাইকারি দামে আজ বিক্রি হয়েছে ১০৫ টাকা দরে। বাজার ঘুরে দেখা গেছে আড়ত সহ কোন খুচরা দোকানেও নেই পেঁয়াজ। তবে দু-একজন দেশি পেঁয়াজ বিক্রি করতে আসলে পেঁয়াজ ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য  করা গেছে। তাও আবার বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। 

পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা জানান, হঠাৎ পেঁয়াজের উপরে এরকম বম পড়লো কেন জানিনা। কয়েকদিন থেকে পেঁয়াজের আকাশ ছোঁয়া দামের কারণে আমরা পেঁয়াজ কিনতে হিমশিম খাচ্ছি আর আজকে গোটা আড়তে কোন পেঁয়াজ খুজে পাওয়া যাচ্ছে না। এখন আমাদের পেঁয়াজ ছাড়া রান্না করা ছাড়া কোন উপায় নেই। 

আড়তদারেরা জানান, আজকে চাহিদার তুলনায় অনেক কম পেঁয়াজ পেয়েছি আমরা। যেখানে আমাদের দৈনিক ২০ বস্তারো অধিক পেঁয়াজের দরকার সেখানে পেয়েছি ৫-১০ বস্তা। এত কম পরিমাণের পেয়াজ সকালেই বিক্রি হয়ে গেছে তাই আমাদের কাছে আর কোন পেঁয়াজ নেই। 

এদিকে আড়ত কমিটির সাধারণ সম্পাদক জুয়েল বলেন, আজকে প্রশাসনের উপস্থিতিতে সঠিকভাবে আড়তদারদের পেঁয়াজ বণ্টন করা হয়েছে। কেউ যেন কারচুপি করতে না পারে তাই সকলকেই লাইনের মাধ্যমে ১০৫ টাকা দরে পেঁয়াজ বিক্রয় করা হয়েছে। তবে আগামীকাল থেকে ঠাকুরগাঁও আড়তে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ পাওয়া যাবে এবং ৮০ টাকা দরে পেঁয়াজ বিক্রয় করা হবে বলে জানান তিনি।

এদিকে জাতীয় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদী মুঠোফোনে জানান, আমরা আজ সকালে ঠাকুরগাঁও আড়তে ছিলাম। আমাদের উপস্থিতিতেই ১০৫ টাকা দরে আড়তদারদের নিকট লাইন ধরে পেঁয়াজ বিক্রয় করা হয়েছে। বাজারে পেঁয়াজ না থাকার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন এ বিষয়ে আমার কোন বক্তব্য নেই।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!