সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার নানা কর্মসূচীতে পাক হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বেলা এগারোটায় বীর মুক্তিযোদ্ধাগণ শহরে র্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ খাদিজা খাতুন, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।
এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদের সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধকালে আজকের দিনে ১৩ ডিসেম্বর উল্লাপাড়া পাক হানাদার মুক্ত হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :