রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোক মিছিল ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি আলোক মিছিল বের হয়ে গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও পুষ্পমাল্য অর্পণ শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
গোয়ালন্দ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গণেশ পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসিরুদ্দিন রানি`র সঞ্চালনায় আলোক মিছিল ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, সহ সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা প্রমুখ।
একুশে সংবাদ/জ.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :