ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে একাত্তরের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মো.মেজবা উল আলম ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা, সরাইল থানার অফিসার ইনচার্জ একরামুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদ খালেদ জামিল খান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইসমত আলী, ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের এই দিনে দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর,আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে বিনম্র শ্রদ্ধার সাথে স্মরন করে দেশের শ্রেষ্ঠ সন্তানদের।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :