AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অপহৃত ৩ ইউপিডিএফ সদস্যকে উদ্ধার করলো সেনাবাহিনী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
১১:৩৯ এএম, ১৫ ডিসেম্বর, ২০২৩
অপহৃত ৩ ইউপিডিএফ সদস্যকে উদ্ধার করলো সেনাবাহিনী

খাগড়াছড়ির জেলার পানছড়িতে অপহৃত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন সদস্যকে অভিযান চালিয়ে উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। এরা হলেন হরিকমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকা থেকে তাদের অক্ষত উদ্ধার করা হয়।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম। তিনি জানান, উদ্ধার হওয়া তিনজনকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সূত্র জানায়, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাতের নেতৃত্বে একদল সেনাসদস্য রাতে লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায় বিশেষ অভিযান চালায়।

এ সময় পাহাড়ে ছনের ঝুমঘরে বাঁধা অবস্থায় তিন ইউপিডিএফ সদস্যকে উদ্ধার করে। সেসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অভিযানটি রাত সাড়ে ৯টায় শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চলে।

এর আগে সোমবার (১১ ডিসেম্বর) রাতে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিল পাড়া এলাকায় রাত্রিযাপনের উদ্দেশ্যে সাতজন ইউপিডিএফ নেতা অবস্থান করেন। রাতে তাদের ওপর প্রতিপক্ষ গোষ্ঠী সশস্ত্র হামলা চালিয়ে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমাসহ চারজনকে হত্যা করে। ঘটনাস্থল থেকে ইউপিডিএফ সংগঠক নীতি দত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও প্রকাশ ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায়।


একুশে সংবাদ/এসআর

Link copied!