পাবনার ভাঙ্গুড়ায় মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের এই সংর্বধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল এবং ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক।
জানা গেছে, ভাঙ্গুড়া উপজেলায় ৭৮ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তাদের মধ্যে ৩৭ জন জীবিত আছেন ও ৪১ জন মৃত্যুবরণ করেছেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোকছেদুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও উপস্থিত তাদের পরিবারের সদস্যদের রজনী গন্ধা ফুল দিয়ে বরণ করে নেন ও স্বাগতম জানান।
অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের প্রতি চিরকৃজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মুক্তিযোদ্ধের চেতনা লালন করে আগামীর বাংলাদেশ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য ভবিষৎ প্রজন্মের প্রতি উদাত্ত আহব্বান জানানো হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের উন্নতমানের খাবার ও পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেলের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
একুশে সংবাদ/শে.স.প্র/জাহা
আপনার মতামত লিখুন :