AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদ্মায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, ৩ মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
০৭:১৬ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৩
পদ্মায় বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, ৩ মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইলে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় টঙ্গীবাড়ী উপজেলার হাসাইলে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাল্কহেডটি আটক করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ট্রলার ডুবি ঘটনায় উপজেলার মান্দ্রা গ্রামের নজরুল বেপারীর মেয়ে শিফা (১৫) ও নারায়নগঞ্জ ফতুল্লা এলাকার ফারুক হোসেনের মেয়ে ফাইজা (৬) নিহত হয়েছেন।

দুর্ঘটনায় বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শীরা জানান, হাসাইলের মিয়া বাড়ির ঘাট থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে হাসাইল বাজারের উদ্দেশ্যে ট্রলাটি ছেড়ে আসে। মাঝ নদীতে আসলে লৌহজংগামী একটি বাল্কহেড ট্রলারটির উপর উঠে যায়। এতে ট্রলারসহ ট্রলারে থাকা সব যাত্রী পানিতে তলিয়ে যায়।  

এদিকে এ ঘটনার পর পর নিখোঁজদের উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা।  

বিষয়টি নিশ্চিত করে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান বলেন, সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনা এখনো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছে এখনো জানা যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম হোসাইন জানান, ট্রলার ডুবি ঘটনায় দুই জন নিহত হয়েছে। বাল্কহেড আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা

 

Shwapno
Link copied!