মোংলা পশুর নদী সংলগ্ন একটি খালে ভেসে এসেছে মৃত ডলফিন। খবর পেয়ে বন বিভাগের কর্মী এটিকে উদ্ধার করে মাটি চাপা দিয়েছে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের (মোংলা) নিয়ন্ত্রণাধীন সিপিজি`র (কমিউনিটি পেট্রোলিং গ্রুপ) সদস্যরা জানান, শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার চাঁদপাই ইউনিয়নের চিলা এলাকার ফেলোশিপ চার্চের সামনের খালের মধ্যে মৃত ডলফিন দেখতে পায় গ্রামবাসী।
মৃত ডলফিনটি ভেসে এসে চিলা খালের চরে পড়ে ছিল। মৃত ডলফিনটির পেটে বাচ্চা ছিল। ধারণা করা হচ্ছে, বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গিয়ে থাকতে পারে। কারণ ডলফিনটির শরীরে কোন ক্ষত না থাকলেও রক্তক্ষরণ হচ্ছিল।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, মৃত ডলফিনটির মুখের নিচের চোয়াল ভাঙ্গা ছিল। কোন জালে আটকে পড়ে এ ডলফিনের চোয়াল ভেঙ্গে মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এটি মূলত মিষ্টি পানির ডলফিন ও শুশুক হিসেবে পরিচিত। এ প্রজাতির ডলফিন মোংলার পশুর ও মোংলা নদীসহ এ এলাকার সুন্দরবনের নদী-খালে রয়েছে।
একুশে সংবাদ/এএইচবি/এসআর
আপনার মতামত লিখুন :