AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উল্লাপাড়া পৌরসভায় কম সময়ে চালু হবে বিশুদ্ধ পানি প্লাণ্ট


উল্লাপাড়া পৌরসভায় কম সময়ে চালু হবে বিশুদ্ধ পানি প্লাণ্ট

  • সারফেজ ওয়াটার টিট্রমেন্ট প্লান্ট করতোয়া নদী পাড়ে।
  • ওভারহেড ট্যাংকি রং করা হচ্ছে।
  • জীবনমান হবে উন্নত।
     


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌরসভায় বিশুদ্ধ পানি প্লাণ্ট কম সময়ের মধ্যে চালু হবে। এ প্রকল্পে বরাদ্দ ব্যয়ের পরিমাণ প্রায় সাড়ে ২৭ কোটি টাকা। এটি চালুতে প্রথম ধাপে পৌরসভা এলাকার বসতি প্রায় তিন হাজার পরিবার পাইপলাইনের মাধ্যমে সুপেয় বিশুদ্ধ পানি সরবরাহ পাবে।

পৌরসভা কর্তৃপক্ষ সুত্রে প্রথম শ্রেণীর উল্লাপাড়া পৌরসভা এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপনা প্রকল্পের কাজ বিগত ২০২০ সালের নভেম্বরে শুরু হয়। উল্লাপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি জিওবি, বিশ্ব ব্যাংক, এআইআইবি অর্থায়নে বাস্তবায়ন করছে। সারফেজ ওয়াটার টিট্রমেন্ট প্লান্ট ঘাটিনা এলাকায় করতোয়া নদী পাড়ে এবং পৌরসভা এলাকার হাটখোলায় ওভারহেড ট্যাংকিসহ আরেকটি প্লান্ট নির্মাণ কাজ হয়। জানা গেছে পৌরসভার ঘাটিনা এলাকায় করতোয়া নদী থেকে পানি তুলে সেখানকার প্লান্টে বিশুদ্ধ করা হবে। এরপর সে পানি পাইপলাইনের মাধ্যমে হাটখোলায় ওভারহেড ট্যাংকিতে সরবরাহ করা হবে। এ ট্যাংকি থেকে পাইপলাইনের মাধ্যমে পৌরসভায় বসতিদের বাসা বাড়ীতে সরবরাহ দেওয়া হবে। এ প্রকল্পে দ্#ু৩৯;ধাপে ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় ২৭ কোটি টাকা বলে জানা গেছে। উল্লাপাড়া পৌরসভায় এককন মোট বসতি পরিবার সংখ্যা প্রায় সাড়ে বারো হাজার। এর মধ্যে প্রথম ধাপে প্রায় তিন হাজার পরিবার পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ পাবে।

উল্লাপাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন আগামী বছরের জুন মাস নাগাদ ওয়াটার টিট্রমেন্ট প্লান্টটি চালু হবে বলে আশা করছেন। উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম বলেন, পৌরবাসীদের জন্য বিশুদ্ধ পানি দরকার ছিলো। পৌরবাসীগণ বিশুদ্ধ পানি পান করবেন আর ঘর গৃহস্থালি কাজে ব্যবহার করবেন এর জন্য জোরালো উদ্যোগ নিয়েছিলেন। এরই মধ্যে প্লান্ট এর আশি ভাগ কাজ হয়েছে। ওভারহেড ট্যাংকি নির্মাণ হয়েছে। পাইপ লাইনের মাধ্যমে বাসা বাড়ীতে পানি সরবরাহে পাইপের সংযোগ কাজ শেষ করতে তাড়াতাড়ি করা হচ্ছে। আগামী মাস সাতেক সময়ে প্রথম ধাপে পৌরসভার ছয়টি ওয়ার্ডের প্রায় তিন হাজার পরিবারের বাসা বাড়ীতে পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানির সরবরাহ করা হবে। কয়েক ধাপে পুরো পৌর এলাকার বসতি পরিবারগুলো সুপেয় পানি সরবরাহ পাবে। 

তিনি আরো বলেন বিশুদ্ধ সুপেয় পানি প্লাণ্ট বাস্তবায়নে পৌরবাসীদের জীবনমান উন্নত হবে।

একুশে সংবাদ/এস কে  

Shwapno
Link copied!