পাবনার ভাঙ্গুড়ায় সন্ধ্যার পর থেকে কুয়াশার সঙ্গে বইছে হালকা বাতাস। রাতের গভীরতার সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। এ বছর শীত আসতে দেরি হওয়ায় কারিগরদের ব্যস্ততা কম ছিল।
তবে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শীত বাড়ায় ব্যস্ততাও বেড়েছে কারিগরদের। লেপ তোষকের কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন। জনসাধারণও ভিড় জমাচ্ছেন লেপ-তোষকের দোকানে।
ভাঙ্গুড়া উপজেলার বাজারের লেপ তোষক তৈরির প্রতিটি দোকানে এখন প্রতিদিন লেপ তোশক তৈরি হচ্ছে। তবে লেপের কাপড়, ফোম ও মজুরি গত বছরের তুলনায় এ বছর কিছুটা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।
উপজেলার কারিগররা বলেন, শীত বাড়লে আমাদের কাজের চাপও বাড়ে। এখন ব্যস্ত সময় যাচ্ছে। তবে এ ব্যস্ততা সারাবছর থাকে না। শীতের কয়েক মাস কাজ বেশি হওয়ায় আয়ও বেশি হয়। মনে হয় এ বছর আয় রোজগার ভালোই হবে।
শরৎনগর বাজারে লেপ-তোষক কিনতে আসা শেখ আব্দুল আহাদ বলেন, ‘শীত পুরো দমে শুরু হয়েছে। তাই নতুন লেপ-তোষক তৈরি করতে এসেছি। কিন্তু তুলা, কাপড় ও কারিগরের মুজুরি কিছু বেশি হওয়ায় দুটোর স্থলে একটা বানিয়ে নিলাম।’
একুশে সংবাদ/শ.সা.প্র/জাহা
আপনার মতামত লিখুন :