AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাভার্ডভ্যানের চাপায় মহাসড়কে প্রাণ গেল চালকের


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০১:০৯ পিএম, ১৯ ডিসেম্বর, ২০২৩
কাভার্ডভ্যানের চাপায় মহাসড়কে প্রাণ গেল চালকের

নরসিংদীর রায়পুরার মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চাপায় সবুজ মিয়া (২৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছে। 

এ ঘটনায় অটোরিকশায় থাকা ৩ যাত্রী গুরুতর আহত হয়। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় ঢাকা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ককের মাহমুদাবাদের নামাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রামের মোস্তাফা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী চাল বুঝাই ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ডেনিশ কোম্পানির মিনি কাভার্ডভ্যান বেপরোয়া গতিতে মাহমুদাবাদ এলাকায় আসা মাত্রই উভয় চালক নিয়ন্ত্রণ হারায়। 

এ সময় চাল বুঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে উল্টে যায়। এতে চালের বস্তা সড়কে ছড়িয়ে ছিটিয়ে পরে থাকে। একই সাথে মিনি কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাম পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা চালক নিহত ৩ যাত্রী আহত হন। এ ঘটনার পর পর উভয় গাড়ির চালক পালিয়ে যায়। 

প্রত্যক্ষদর্শী চা বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, সকালে উভয় গাড়ির চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। চাল বুঝাই ট্রাকটি ডান পাশে চলে আসায় উভয় গাড়ির চালক হতভম্ব হয়ে নিয়ন্ত্রণ হারায়। এসময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও তিন যাত্রী আহত হন।

মুছাপুর ইউপি সদস্য লিয়াকত আলী বলেন, দুর্ঘটনার পর পর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। স্বজনরা বিনা ময়নাতন্তে লাশ দাফন করতে থানায় এসেছেন। আলাপ আলোচনা চলছে পরে কথা বলতে পারবো।

ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজু মিয়া জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি একজন নিহত। গাড়ি দুটো জব্দ করে থানায় নিয়ে আসছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একুশে সংবাদ/এস কে  

Link copied!