"আমাদের রাষ্ট্র যন্ত্র এখন টোটালি নষ্ট হয়ে গেছে" যে সেক্টরে যাবেন সেই সেক্টরে দেখবেন প্রত্যেকটাই দুর্নীতিবাজ, সন্ত্রাস। তাঁরা এধরনের কর্মকাণ্ডের কারণে আমাদের এই বাংলাদেশকে নষ্ট করে ফেলছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) লাঙ্গল বাড়ীতে ডোমার-ডিমলা উপজেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে এমন মন্তব্য করেছেন, নীলফামারী-১ আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লেঃ কর্নেল (অবঃ) তছলিম উদ্দিন।
ডিমলা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনয় সভাপতির বক্তব্যে মোঃ তছিলম উদ্দিন আরো বলেন, লাঙ্গল সাধারণ মানুষের কথা বলে, লাঙ্গল খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা ভাবে। ডোমার-ডিমলার মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে জাতীয় পার্টিকে নির্বাচিত করার বিকল্প নেই।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক ছামিউল আলম সম্রাট, গয়াবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আব্দুল আজিজ, ডিমলা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক, ডোমার পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ।
একশে সংবাদ/র.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :