"সোনালী আঁশের সোনার দেশ জাতির পিতার বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে পাট অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পাট চাষীদের মাঝে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সহকারী প্রকল্প পরিচালক পাট অধিদপ্তর কৃষিবিদ ওসমান আলি শেখ,
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আক্তারুজ্জামান প্রমূখ।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে পাট চাষীদের পাটচাষ ও সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয় এবং উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ ও পাট উৎপাদনকারী চাষিদের মাঝে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার পাটের সুদিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়াও পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাট চাষিকে পাট ও পাটবীজ উৎপাদন, পাট জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :