ঘন কুয়াশার কারণে সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর বেলা ১১টায় স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক মো. আ. আলিম দাইয়ান।
রোববার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৩টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. আ. আলিম দাইয়ান জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সন্ধ্যার পর ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত সাড়ে ৩টা দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলের চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কেটে গেলে আজ রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :