AB Bank
ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ময়মনসিংহে বালু বোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ময়মনসিংহ
০৩:০৫ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৩
ময়মনসিংহে বালু বোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

ময়মনসিংহে বালু বোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন। তাতক্ষণিকভাবে তাদের নাম, পরিচয় জানা যায়নি।

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে এ ঘটনার পর নেত্রকোনা-ভৈরবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১টার দিকে শম্ভুগঞ্জ রেলক্রসিং পার হওয়ার সময় বালুবোঝাই ট্রাকটি সেখানে আটকে যায়। এ সময় জারিয়া থেকে ছেড়ে আসা ‘বলাকা কমিউটার’ ট্রেনটির সঙ্গে রেলক্রসিংয়ে আটকে থাকা ট্রাকের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা তিনজনের মৃত্যু হয়।

এরপর ইঞ্জিনের ভেতরে থেকে একজনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই রেলক্রসিংয়ে কোনো ধরনের বেরিয়ার ছিল না, ঝুঁকিপূর্ণভাবেই এখান দিয়ে যানবাহন চলাচল করতো বলে জানান স্থানীয়রা।

এ দিকে এ ঘটনার পর নেত্রকোনা-ভৈরবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার অভিযান শেষ হলে ওই রুটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
 

একুশে সংবাদ/ম.ন.প্র/জাহা

Link copied!