উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকা মার্কায় ভোট প্রার্থনায় শহর থেকে গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি চষ বেড়াচ্ছেন জামালপুরের ইসলামপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।
তিনি উপজেলা জুড়ে ১২টি ইউনিয়ন ও পৌর এলাকায় গণ সংযোগ ও মত বিনিময় সভা করে উন্নয়নের প্রতিক নৌকায় ভোট প্রার্থনা করছেন।
তিনি বলেন-আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় মন্তব্য করে দলটির সভাপতি বলেন, এ সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। এ সংগঠন যখনই ক্ষমতায় এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। আজকের বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ। যেখানে ৪০ ভাগ দারিদ্র সীমা ছিল, আমরা ২০ ভাগে নামিয়ে এনেছি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ সমস্ত ভাতা আমরা দিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। কোনো মানুষ না খেয়ে কষ্ট পাবে না। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।
মঙ্গলবার গাইবান্ধা ইউনিয়নে চরদাদনা,পোড়ারচর,নামাপাড়া,নাপিতের চর বাজার, টুংরাপাড়া, চন্দনপুর, কড়ইতলা বাজার, দত্তপাড়া, ফুলকার চর ও ঝগড়ার চর বাজারে গণ সংযোগ ও মত বিনিময় সভা করেছেন। তিনি সকলের নিকট দোয়া চেয়ে স্মাট বাংলাদেশ গড়তে নৌকার ভোট প্রার্থনা করেন।
এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, সমাজ সেবক আসাদুল হক দুলাল,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :