চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) এর কর্মীদেরকে মারধরের অভিযোগে একটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকসহ ৩৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) চাঁদপুরের মতলব উত্তর থানায় মো. জহিরুল ইসলাম (৩৪) বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২৭ জনের নামসহ ও ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
জানা গেছে, গত ২৫ ডিসেম্বর দুপুরে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সুগন্ধী এলাকায় নৌকার কর্মীরা পোস্টার লাগাতে যায়। সেখানে মামলার আসামি মো. আনিছুর রহমান ওরফে কানা আনিছের নির্দেশে সঙ্গবদ্ধ আসামিরা নৌকার কর্মীদের মারধর ও তাদের সঙ্গে থাকা নগদ টাকা মোবাইল ফোন নিয়ে যায়। একই সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্থানীয়ভাবে আতঙ্ক সৃষ্টি করে। তারা নৌকার সমর্থকদের প্রাণে মেরে ফেলার হুমকি-ধমকি দেয় বলেও অভিযোগে জানা গেছে।
এ ঘটনায় আহত হয়েছে, মতলব উত্তর উপজেলার মুদাফর এলাকার মজনু দেওয়ানের ছেলে মো. রুবেল (৩৫) ও একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে মো. শাকিল দেওয়ানকে (৩৬)। পরে আহতদের পক্ষে মামলাটি করেন শাকিলের ছোট ভাই মো. জহিরুল ইসলাম।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে ও ককটেলের অংশ বিশেষ পেয়েছে। তবে পত্রিকার সম্পাদকের নামে মামলা হয়েছে বিষয়টি আমরা জানি না। এখন যেহেতু বিষয়টি জানতে পেরেছি তদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাংবাদিকের নাম বাদ দেওয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :