AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নৌকার নির্বাচনী প্রচারণায় খিচুড়ির আয়োজন করায় জরিমানা


Ekushey Sangbad
সায়েম খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
১০:০২ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৩
নৌকার নির্বাচনী প্রচারণায় খিচুড়ির আয়োজন করায় জরিমানা

মানিকগঞ্জ-২ আসনের সিংগাইর পৌর এলাকায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় খিচুড়ির আয়োজন করায় আয়োজনকারীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার পর সিংগাইর পৌরসভার ৬নং ওয়ার্ডের আঙ্গারিয়া এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা রেভিনিউ কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

জরিমানাকৃত নৌকার কর্মী বাবুল হোসেন ভুট্টু সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

নৌকার নির্বাচনী প্রচারণায় খিচুড়ির আয়োজন করায় জরিমানা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণার সময় খিচুড়ির আয়োজন চলাকালীন সময়ে আয়োজনকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৮০০ পেকেট খাবার (খিচুড়ি) জব্দ করা হয়েছে এবং সেগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দেওয়ার জন্য সিংগাইর উপজেলা সমাজ সেবা অফিসে হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানা পুলিশ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!