AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমতলীতে বিষ প্রয়োগে ১৬টি হাঁস হত্যার অভিযোগ


Ekushey Sangbad
আবু সাইদ খোকন, আমতলী, বরগুনা
০৫:১৫ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৩
আমতলীতে বিষ প্রয়োগে ১৬টি হাঁস হত্যার অভিযোগ

আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্যতারিকাটা গ্রামে প্রতিবেশীর জমিতে হাঁস বিচরন করার অপরাধে বুধবার বিকেলে বিষ প্রয়োগে এক দিন মজুরের ১৬টি হাঁস হত্যার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় হাঁসের মালিক আবু জাফর বাদী হয়ে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


জানা গেছে, আমতলী উপজেলার মধ্যতারিকাটা গ্রামের হারুন তালুকদারের ছেলে দিনমজুর মো. আবু জাফরের পালন করা ১৬টি হাঁস প্রতিবেশী নাসির উদ্দিন হাওলাদার এর জমিতে বিচরন করার অপরাধে তার
স্ত্রী জাকিয়া বেগম ধানের সাথে বিষ মিশিয়ে বুধবার বিকেল সাড়ে ৪টার সময় ওই খেতে ছিটিয়ে রাখে। জাফরের হাঁসে ওই বিষ মিশ্রিত ধান খেয়ে বাড়িতে আসামাত্র এক এক করে ১৬টি হাঁস মাটিতে লুটিয়ে পরে এবং কিছুক্ষনের মধ্যে মারা যায়। এভাবে বহু কষ্টে পালন করা আবু জাফরের ১৬টি হাঁস মাটিতে লুটিয়ে পড়তে দেখে আবু জাফর এবং তার স্ত্রী ফাহিমা বেগম কান্নায় ভেঙ্গে পরেন। 

এঘটনায় বুধবার সন্ধ্যায় আবু জাফর নাসির উদ্দিন হাওলাদারের স্ত্রী জাকিয়া বেগমের বিরুদ্ধে বিষ প্রয়োগে ১৬টি হাঁস হত্যার অভিযোগ এনে আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।


হাঁসের মালিক আবু জাফর অভিযোগ করে বলেন, নাসির উদ্দিন হাওলাদার এবং তার স্ত্রী জাকিয়া বেগম খারাপ প্রকৃতির লোক। হেরা মোর পাশের বাড়ির মানুষ। হেগো জমিতে মোর আস ( হাঁস) যাওয়ায় ধানের সাথে এন্ডি খাওয়াইয়া মোর ১৬টি আস (হাঁস) মাইর‌্যা হালাইছে। মুই এইয়া কইতে যাওয়া নাসির ও হের বউ জাকিয়া মোরে মারতে আইছে। হের পর মোগো গ্রাম ছারা করার ডর দেহায়। 


আবু জাফরের স্ত্রী ফাহিমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, মোরা গরিব মানুষ খাইয়া না খাইয়া আস পালছি। হেই আস পাশের বাড়ির জাকিয়া বেগম মাইর‌্যা হালাইছে। মুই এইআর বিচার চাই।


অভিযুক্ত জাকিয়া বেগম বিষ প্রয়োগে হাঁস হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, কারা হাঁস মেরেছে এ বিষয়ে আমি কিছু জানি না।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখয়াত হোসেন তপু বলেন, বিষ প্রয়োগে ১৬টি হাঁস হত্যার অভিযোগ পেয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে প্রমানিত হলে এ বিষয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। 


একুশে সংবাদ/বিএইচ

Link copied!