দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি।
নির্বাচনী এই জনসভায় ভাষণ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান।
এর আগে গত ২৬ ডিসেম্বর রংপুরে একাধিক নির্বাচনী জনসভায় অংশ নেন শেখ হাসিনা। দেশের উন্নয়নে নৌকার পক্ষে ভোট চান তিনি।
এছাড়া ২১ ডিসেম্বর ৫ জেলায় এবং ২৩ ডিসেম্বর ৬ জেলায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার ৬টি জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালী অংশগ্রহণ করে বক্তব্য রাখছেন তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :