ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কাওয়াখোলা গ্রামের নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প রাঁতের অধারে ভাংচুর করার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার সময় কাউয়াখোলা বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছায়।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌছিয়ে উপস্থিত লোকজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি ১। শহীদ মুন্সী (৩৫), পিতা- হায়দার মুন্সী, ২। বিল্লাল মুন্সী (৪০) পিতা- আয়নাল মুন্সী, উভয় সাং- কাউয়াখোলা, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুরদের হুকুমে ও নেতৃত্বে ২০/৩০ জন লোক মিলে নৌকা প্রতীকে নির্বাচনী ক্যাম্পে অতর্কিত হামলা করে । প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে উক্ত হামলায় ১। আলমগীর(২৫) পিতা- মৃত সোনা মিয়া, ২। সজীব মোল্লা(২৫), পিতা- লতিপ মোল্লা, ৩। রুবেল মোল্লা (৩০), পিতা- সুবহান মোল্লা, সর্ব সাং- রানপাশা, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুরগন আহত হয় । তারা স্হানীয় গ্রাম্য ডাক্তার দ্বারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা যায় । বর্তমানে অত্র এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায় নাই ।
পুলিশ সুপার এর মৌখিক নির্দেশক্রমে নৌকা প্রতিকের ক্যাম্প ও ঈগল প্রতীকের ক্যাম্প পরিচালনাকারীদের ক্যাম্পিংয়ের সকল কার্যক্রম বিরত রাখার জন্য অবহিত করা হয়েছে।
ঈগল প্রতীক ক্যাম্প পরিচালনাকারী বেলায়েত হোসেন মিয়া বলেন আমি উপস্থিত ছিলামনা। বিজি আছি এক জায়গায় যাচ্ছি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :