নতুন ২০২৪ সনে কেমন সুন্দরগঞ্জ চাই এনিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা নাগরিক সমাজ। শনিবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে সংবাদ সম্মেলন ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
লেখক ও অবসর প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিঞার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় সরকার, প্রধান শিক্ষক ও সাংবাদিক আব্দুল মান্নান আকন্দ, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু, লেখক ও সুসাস সম্পাদক কঙ্কন সরকার, উপজেলা বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া, স্বদেশ সাংস্কৃতিক কেন্দ্রে পরিচালক রেজাউল আলম, লেখক ও গবেষক শফিউল ইসলাম ভূঁইয়া, লেখক হাসান রোকন, ছড়াকার ফয়সাল সাকিদার আরিফ, শিক্ষক নাজমুস সাকিব প্রমূখ।
সম্মেলনে কেমন সুন্দরগঞ্জ চাই এর পক্ষে কিছু দাবি তুলে ধরেন নাগরিক সমাজ। দাবি সমূহ- নদী ভাঙনের স্থায়ী সমাধান, পরিকল্পিত তিস্তা প্রকল্প, রাস্তা পাকা করণ, গাছ কাটা বন্ধ, পরিবেশ বান্ধব শহর, শিল্পকলা একাডেমি ভবন স্থাপন, শিশু একাডেমির, টিকিট বিহীন শিশুপার্ক চাই, শহরে স্থায়ী খোলা মঞ্চ ,আধুনিক অডিটোরিয়াম, প্রবীণ হিতৈষী কেন্দ্র, সরকারি পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, শিক্ষার্থীমুখী শিক্ষা প্রতিষ্ঠান, মাদকমুক্ত যুব সমাজ,পরিচ্ছন্ন পৌর শহর, বেকারত্ব দূরীকরণে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন, গোয়ালের ঘাট বধ্যভূমি সংরক্ষণ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :