রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন গোদগাড়ী উপজেরা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক, গোদাগাড়ীর কৃতীসন্তান ও লেস ফুটওয়্যার বিডির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ এরশাদ আলী আকাশ।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধা পর্যন্ত পৌর এলাকার ৭নং ওয়ার্ডেও বাড়ী বাড়ী গিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এ নির্বাচনী গণসংযোংগ করেন। গণসংযোগে ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
উন্নয়নের ধারাবাকিতা বজায় রাখতে নৌকার ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের মূলমন্ত্র হলো দেশ ও দেশের মানুষের উন্নয়ন। বিগত দিনে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী দিনেও উন্নয়নের ধারাবাকিতা বজায় রাখতে হবে।
আগামী জানুয়ারির ৭ তারিখ দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শামীম আকতার রুমেন বিশ্বাস, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় গর্ণমান্য ব্যক্তিরা।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :