নতুন বছর। নতুন ক্লাস। সেই সাথে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছসিত পিরোজপুরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার সকালে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় বিনামূল্যের নতুন এ পাঠ্যপুস্তক। বই পেয়ে বেজায় খুশি শিক্ষার্থীরা। আর তাদের হাতে বই তুলে দিয়ে সন্তুষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তারাও।
এ বছর জেলায় ১ লক্ষ ৪০ হাজার ৪৯০ জন শিক্ষার্থীর হতে ১৬ লক্ষ ৯১ হাজার ৫১৩ টি বই বিতরণ করা হয়।
পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবেকানন্দ মজুমদারের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী।
বছরের প্রথম দিনে বই উৎসবের মাধ্যমে সকল শিক্ষার্থীর হাতে পৌঁছে দেয়া হয়েছে এ নতুন বই। সকাল ১০ টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের সূচনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ।
এসময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :