AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পড়া লেখার মাধ্যমে দেশকে পরিবর্তন করতে হবে : কামরুল আহসান তালুকদার


পড়া লেখার মাধ্যমে দেশকে পরিবর্তন করতে হবে : কামরুল আহসান তালুকদার

বছরের প্রথম দিন সারাদেশের ন্যায় ফরিদপুরে নতুন বই বিতরণ উৎসব-২০২৪ কার্যক্রমের উদ্ধোধন হয়েছে।

সোমবার (১ জানুয়ারি)  সকালে ফরিদপুর সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন
ফরিদপুরের জেলা প্রশাসক ও সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কামরুল আহসান তালুকদার( পিএএ)।

এসময় প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার (পিএএ)
বলেন, আগামী প্রজন্ম শিক্ষা গ্রহণের পাশাপাশি মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। তবেই এই প্রচেষ্টা সার্থক হবে। নতুন বই পাওয়ার আনন্দ নিয়ে শিক্ষার্থীরা সারা বছর পড়ালেখা করবে। তিনি বলেন,
সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। স্কুলেই নিয়মিত পড়াশুনা করতে হবে। স্কুল বাদ দিয়ে কোচিং সেন্টার আর চলবেনা। এই ফরিদপুরে আর কোচিং চলবে না। শিক্ষার্থীদের পড়া লেখার মাধ্যমে এ দেশকে পরিবর্তন করতে হবে।

এদিকে সকাল থেকেই শহরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিলটুলির আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও জেলা প্রশাসন স্কুলসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ ও বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত। নতুন বছরের প্রথমদিনে বই বিতরণকে ঘিরে স্কুলটিতে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ছিলো বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস।

 

একুশে সংবাদ/এনএস
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!