দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট চাইতে ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহরের সরকারি রাজেন্দ্র কলেজের মাঠের মাঠের পূর্বপাশে অস্থায়ী মঞ্চ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনি নির্মাণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা ৩টায় এই মাঠেই জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় সরকার প্রধানের ভাষণ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং তার সমাবেশকে কেন্দ্র করে প্রায় এক লাখ লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইসতিয়াক আরিফ বলেন, “নেত্রীর আগমনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। জনসভা স্থলে নারী ও পুরুদের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী, ভিআইপি ও সাধারণ মানুষের মাঠে প্রবেশের পথও নির্ধারণ করা হয়েছে।
“এর পাশাপাশি শহরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা চলছে। সমাবেশ মাঠ সংলগ্ন এলাকায় সড়কের পাশের গাছের নিচের অংশ সৌন্দর্য্য বর্ধনের জন্য রঙ করা হচ্ছে।”
এছাড়া জনসভা উপলক্ষ্যে রাজেন্দ্র কলেজ মাঠ এবং আশেপাশের এলাকায় প্রায় এক লাখ লোকের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।
প্রধানমন্ত্রীর জনসভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক। এছাড়া ফরিদপুরের বাকি তিনটি সংসদীয় আসনে নৌকার মনোনীত প্রার্থীদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
একুশে সংবাদ/স.চ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :