সাতক্ষীরা দেবহাটা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৪ পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২ জানুয়ারী) ২৪ ইং তারিখ সকাল সাড়ে ১০টায় দিবসটি পালন করা হয়।
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে একটি বিশেষ রেলি দেহভাটা উপজেলার বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন, সমাজসেবা অধিদপ্তরের মঈনুল হোসেন প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :