ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা মঙ্গলবার প্রেস ক্লাব মিলনায়তনে ইশতেহার ঘোষণা করেন।
নির্বাচনী ইশতেহারে যোগাযোগের উন্নতি, স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন, শিক্ষা-সংস্কৃতির বিকাশ, যুবদের কর্মসংস্থান, কৃষি ও কৃষকের উন্নয়ন, ক্রীড়াঙ্গনের আধুনিকায়নসহ সন্ত্রাস-মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে ৫১ দফা তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো.সোহেল রানা।
এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র মো.শফিকুল ইসলাম হবি, জেলা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মুহম্মদ গোলাম সামদানী খান সুমন, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক, মাসুদ মিয়া রতন, আব্দুর রউফ মোস্তাকীম, দেলোয়ার হোসেন বাচ্চু, নুরুল ইসলাম, এমরান মুন্সী, রোজিনা আক্তার মিতু, সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ উল্লাহ আব্দুল হাই, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শিউলী চৌধুরী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৫ বছরে সারা দেশে প্রত্যাশিত উন্নয়ন হলেও নানা প্রতিবন্ধকতার কারণে অনেকটা পিছিয়ে রয়েছে গৌরীপুর। নির্বাচিত হলে পরিকল্পিতভাবে সবার সহযোগিতায় সার্বিক উন্নয়ন বাস্তবায়নের মধ্য দিয়ে গৌরীপুরকে একটি আধুনিক বাসযোগ্য স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব।
একুশে সংবাদ/ত.ক.প্র/জাহা
আপনার মতামত লিখুন :