দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ।আগামীকাল শুক্রবার সকাল ৮টার পর আর কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবেন না। শেষ দিনে তাই জয়পুরহাট ০২ আসনে(কালাই-ক্ষেতলাল-
আক্কেলপুর) নৌকার মনোনীত প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের দম ফেলার ফুসরত নেই।শেষ দিনে সংসদীয় আসনে জমে উঠেছে তার গণসংযোগ ও নির্বাচনী প্রচারণার দৌঁড়-ঝাপ।ভোটের মাঠে কর্মী সমর্থকদের উত্তাপ আরও ছড়িয়ে পরেছে। পৌষের শীত উপেক্ষা করে শেষ দিনের মত ভোটারদের মন জয় করতে ভোট প্রার্থনার সুযোগ কাজে লাগাচ্ছেন নৌকার প্রার্থী।
তাই গণসংযোগের অংশ হিসাবে আজ বৃহস্পতিবার শেষদিনে কালাই উপজেলার মাত্রাই বাজারে বিকাল থেকে বিভিন্ন ওয়ার্ড ও পাড়া মহাল্লা থেকে কর্মী-সমর্থক ও দলীয় নেতা-কর্মীরা আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নির্বাচনী পথসভায় যোগ দিতে থাকে।সন্ধ্যায় তিনি সভাস্থলে উপস্থিত হলে মূহুর্তের মধ্যে নির্বাচনী পথ সভাটি হাজার হাজার জনতার উপস্থিতিতে মাত্রাই বাজার কানায় কানায় ভরে উঠে। নারী-পুরুষ,যুবক ও বয়োবৃদ্ধদের স্বঃফূর্ত পদচারণায় মানুষের ভীড়ে নির্বাচনী পথসভাটি যেন জনসভায় রুপ নেয়। নৌকা মার্কার স্লোগান আর করোতালিতে পুরো বাজার প্রকম্পিত হতে থাকে।
এসময় প্রধান অতিথি নৌকা প্রতিকের প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন মাত্রাই জনতার উদ্দেশ্যে বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ,সুষ্ঠ ও নিরেপেক্ষ।ভয় পাওয়ার কারন নেই।নৌকার সমর্থকদের ভয়-ভীতি দেখিয়ে কোনো কাজ হবে না। দূর্নীতি অনিয়ম আর টিয়ার-জিআর,কাবিখা-কাবিটা,স্কুল-কলেজ, মাদ্রাসায় নিয়োগ বানিজ্য করেছে জনগণ তাদের ভোট দেবে না। ২০০৮ সালে জনগনের ভোটে নির্বাচিত এমপি ছিলাম। তার হাত দিয়ে কোনো দূর্নীতি হয়নি।রাস্তা-ঘাট,ব্রীজ
,কালভাটসহ অসংখ্য উন্নয়ন হয়েছে।তিনি কালাই উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রত্যেকটা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের পক্ষে,শান্তির পক্ষে নৌকায় ভোট ভিক্ষা চেয়েছেন। আল্লাহর রহমতে জনগনের ভালোবাসা,সমর্থন আর তাদের ভোট নিয়ে ইনশা-আল্লাহ আগামী ৭ জানুয়ারি নৌকার বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আব্দুল মজিদ ফকিরের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন,জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান,মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল কাদের মুকুল,
উপজেলা আওয়ামী লীগের সদস্য তাসাদ্দক আলি তাপস,উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ এনামুল হক ফকির,মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন প্রমুখঃ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :