ময়মনসিংহের নান্দাইলে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার সিংরইল ইউনিয়নের হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে- শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার সিংরইল ইউনিয়নের ৭১ নং হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগুন জ্বলতে দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসের খবর দেয়। পরে ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে। গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা স্থানীয় বাসিন্দাদের।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান- ভোট কেন্দ্রে আগ্নিকান্ডের ঘটনা সকাল ৯ টার দিকে শুনতে পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থল পরিদর্শন করি। বিদ্যালয়ের কিছু বেঞ্চ পুঁড়ে গেছে। আগুন লাগার কারন অনুসন্ধান করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল বলেন, একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছে। কারা এ ঘটনায় জড়িত তা নিয়ে তদন্ত চলছে। এ সময় এই কেন্দ্রেই ভোট হবে বলেও জানান তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :