পাবনার চাটমোহর উপজেলায় ডলি খাতুনকে (২৫) দা দিয়ে এলোপাথাড়ি কোপাচ্ছিলেন তার স্বামী ইছামুদ্দিন (৩০)।
এ সময় পুত্রবধূকে বাঁচাতে ছারেদা খাতুন (৬৫) ও সোবাহান মোল্লা (৭০) এগিয়ে এলে তাদেরও কোপানো হয়।
এতে ঘটনাস্থলেই ছারেদা খাতুন মারা যান। ঘটনার পর থেকে ইছামুদ্দিন পলাতক রয়েছেন।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামে এ ঘটনা ঘটে। ইছামুদ্দিনের হামলায় গুরুত্বর আহত সোবাহান মোল্লা ও ডলিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ছারেদা খাতুনের বড় ছেলে সাজিদুল ইসলাম জানান, গতকাল রাত ১০টার দিকে ইছামুদ্দিনের সঙ্গে তার স্ত্রী ডলির ঝগড়া চলছিল। একপর্যায়ে স্ত্রীকে দা দিয়ে কোপ দেন ইছামুদ্দিন। তখন তার মা ও বাবা ঠেকাতে এলে তাদেরও দা দিয়ে কোপান। দায়ের কোপে মা ঘটনাস্থলেই মারা যান।
চাটমোহর থানার পরির্দশক (তদন্ত) নয়ন কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। আসামি পলাতক রয়েছেন।
এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :