AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনা-৩ আসনে জয়ী হতে চায় ঈগল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০৭ পিএম, ৬ জানুয়ারি, ২০২৪
খুলনা-৩ আসনে জয়ী হতে চায় ঈগল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্র রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। বর্তমান সংসদ সদস্য বা দলীয় প্রার্থীদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন এই প্রার্থীরা। মুরুব্বীদের আশীর্বাদ নিয়ে খুলনা - ৩ আসনে বিজয়ী হতে চায় স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান। 

সরজমিনে গিয়ে নির্বাচনীয় প্রচার প্রচারণায় দেখা যায়, সাধারণ ভোটারদের ভাষ্যে এইসব কথা উঠে আসে। ভোটাররা বলছে, আগে খুলনা ৩ আসনে মন্নুজান সুফিয়ান আমাদের এমপি ছিলেন। তিনি তো এখন নেই। আমরা নৌকা আর ধানের শীষ চিনি‍‍`না আমাদের পাশে যে থাকবে সব সময় আমরা তাকে ভোট দেবো।
 

স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথীর ঈগল মার্কার সমর্থনে অনেকেই কাজ করছে, আমরা ওনার পাশে আছি। কারণ হিসেবে তারা বলেন, এই ৩ আসনে মহিলা এমপি ছিলেন মুন্নু আপা, যাকে আমরা সব সময় পাশে পেয়েছি। ভোটাররা বলেন, শুনেছি প্রমাণও পেয়েছি ফাতেমা জামান সাথীও আপন মনের মানুষ সহজেই মানুষকে আপন করে বুকে টেনে নেন।

এদিকে আর এক বিএনপি‍‍`র ভোটার নাম না বলতে অনিচ্ছুক তিনি বলেন, আমরা তো ভোট বর্জন করেছি কেন্দ্রে যেতে চাই নি। কিন্তু ঈগল মার্কার ফাতেমা জামান সাথীকে দল-মত নির্বিশেষে, আমার পরিবারকে ঈগল মার্কায় ভোট দিতে বলবো। স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার সাথী ভালো মানুষ জয়ের মালা তারই হোক।

খুলনা-৩ হলো, বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি খুলনা সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত জাতীয় সংসদের ১০১নং আসন। সিটি কর্পোরেশনের ওয়ার্ড ১ থেকে ১৫ এবং দিঘলিয়া উপজেলার আঢ়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন নিয়েই খুলনা ৩ আসন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ২,৪৫,৬৮৩। পুরুষ ভোটার: ১,২৪,৪৪৫ এবং নারী ভোটার: ১,২১,২৩৪ ও হিজড়া ভোটার: ৪ জন।

খুলনা ৩ আসনে ঈগল প্রার্থী ফাতেমা জামান তার মন্তব্যে বলেন, ভোটারদের ভালোবাসা নিয়েই বাঁচতে চাই। ৭ই জানুয়ারির ভোট যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, আর ভোটাররা যদি কেন্দ্রে ভোট দিতে আসে, তাহলে আমি একশত ভাগ নিশ্চিত আমার ঈগল মার্কা জয়ী হবে।

 

একুশে সংবাদ/রাফি 

Link copied!