AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৭:১৫ পিএম, ৬ জানুয়ারি, ২০২৪
নরসিংদীতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

নরসিংদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। শনিবার (৬ জানুয়ারী) দুপুরে নরসিংদী সদর উপজেলা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম বিতরণ কার্যক্রম শুরু করেন। 

এসময়  বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার বাদে স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ নানা নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করেন তিনি। ভোটের দিন সকালে ব্যালট পেপার, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে জানান রিটার্নিং কর্মকর্তা।  আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে । 

এছাড়া জেলার প্রতিটি উপজেলা থেকে প্রিজাইডিং কর্মকর্তার হাতে নির্বাচনি সরঞ্জাম তুলে দিচ্ছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ্য, রবিবার(৭ জানুয়ারী) জেলার ৫টি সংসদীয় আসনে ৬৪৪ টি ভোট কেন্দ্রে ১৮ লাখ ৩২ হাজার ৩১৯ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  এরমধ্যে  পুরুষ ভোটার ৯ লাখ ৩২হাজার ১৪৫ জন এবং মহিলা ভোটার ৯ লাখ ১৪৭ জন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!