দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিপুল ভোটে টানা ৭ম বারের মতো জয়ী হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশআওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম.পি।
দুই উপজেলার ১৫৩ টি কেন্দ্রের ফলাফলে বেসরকারী ভাবে মির্জা আজম (নৌকা) প্রতীকে ২ লাখ ৭৬ হাজার ৬৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙ্গল) মীর সামছুল আলম লিপটন পেয়েছেন ৭ হাজার ৪৭০ ভোট। জাতীয় পার্টি জেপির (সাইকেল) প্রতীকের প্রার্থী মোঃ নজরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৫৩৫ ভোট।
গতকাল রবিবার প্রচন্ড শীত উপেক্ষা করে মানুষ ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করে। জেলার এ আসনের দুই উপজেলার ৩ টি পৌরসভা ও ১৮ ইউনিয়নের ১৫৩ টি ভোট কেন্দ্রে কোন সংঘাত ছাড়াই নির্বাচনে ভোটগ্রহণ শেষ হলে বিকাল ৫ টার পর থেকে একে একে প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল আসতে শুরু করে।
জাতীয় সংসদীয় আসন ১৪১ ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মির্জা আজম ১৯৯১ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে জয়ী হন। তিনি ২৮ বছর বয়সে নির্বাচনে বিজয়ী হন। এরপর তিনি টানা ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ও সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি সরকারদলীয় হুইপের দায়িত্ব পালন করেন। পাট ও বস্ত্র প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। এবারও দ্বাদশ সাংসদ নির্বাচনে ৭ম বারের মতো জয়ী হয়েছেন জনপ্রিয় এই রাজনীতিবীদ।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী জামালপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৮১৯ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯৭ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৫৩ হাজর ৭১৭ জন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :