দিনাজপুরের ফুলবাড়ীতে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে দুটি ছাগলসহ প্রায় ৭ লাখ টাকার তুলা পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার ঢাকা মোড়ে অবস্থিত তুলার গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাঙ্গালী তুলার মিলের মালিক মোছা. নাসরিন আক্তার জানান, মঙ্গলবার আনুমানিক বিকেল সাড়ে ৩ টায় তুলার গোডাউনে হঠাৎ আগুন লাগে। কিছুই বুঝে উঠার আগে দুটি ছাগলসহ সাত লাখ টাকার তুলা পুড়ে ছাই হয়ে যায়।
পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিলে তাদের দুটি ইউনিট এসে প্রায় ১ ঘণ্টা সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ি ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মেহেদি হাসান বলেন, আগুনের উৎস সম্পর্কে এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে জানা যাবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :