ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৃহস্পতিবার (১১ জানুয়ারী) রাত সাড়ে ৩টা থেকে ফেরি-লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
জানা যায়, বুধবার দিনগত মধ্য রাত থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। সমায় বাড়ার সাথে সাথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। রাত সাড়ে ৩ টার দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। এতেকরে নৌপথের মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে যায়।
এ-সময় দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে নদী পার হতে আসা বেশকিছু যানবাহন আটকা পড়েছে ঘাট এলাকায়। ফলে আটকে পড়া যানবাহনের যাত্রী ও সংশ্লিষ্টদের তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়তে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. আব্দুর রহমান জানান, ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :